ঢাকা, শুক্রবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি, রাত ২:০৪
বাংলা বাংলা English English

শুক্রবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

পিএসসির নতুন চেয়ারম্যান ও ৪ সদস্যের শপথ গ্রহণ


বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম এবং চারজন নবনিযুক্ত সদস্য শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান।

শপথ গ্রহণকারী সদস্যরা হলেন ড. নুরুল কাদির, ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম, মো. সুজায়েত উল্লাহ, এবং ড. মোহাম্মদ নাজমুল আমীন মজুমদার।

গত ৯ অক্টোবর পিএসসির সাবেক চেয়ারম্যান সোহরাব হোসাইন ও ১২ সদস্য পদত্যাগ করার পর, পরদিন সরকার নতুন চেয়ারম্যান ও চার সদস্য নিয়োগ দেয়। শপথ অনুষ্ঠানের পর, নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যরা শপথ বইয়ে স্বাক্ষর করেন এবং প্রধান বিচারপতির সঙ্গে ছবি তোলেন।

নবনিযুক্ত চেয়ারম্যান মোবাশ্বের মোনেম লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং সাসেক্স ও হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেছেন। তিনি দুটি বইয়ের লেখক এবং অসংখ্য একাডেমিক নিবন্ধ ও প্রযুক্তিগত প্রতিবেদনের রচয়িতা। এছাড়া, তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় পরামর্শক হিসেবে কাজ করে সরকারি খাত ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

সব খবর