কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় ২০২৪ সালে পাসের হার ছিল ৭১ দশমিক ১৫ শতাংশ। এ বছর ১ লাখ ১২ হাজার ৩১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, যার মধ্যে ৭৯ হাজার ৯০৫ জন উত্তীর্ণ হয়েছে এবং ৭ হাজার ৯২২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
কুমিল্লা বোর্ডের অধীনে থাকা ছয়টি জেলার মধ্যে ১০টি কলেজ শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে। তবে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। মঙ্গলবার (১৫ অক্টোবর) কুমিল্লা শিক্ষা বোর্ড মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ফলাফল ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান ড. নিজামুল করিম। এ সময় বোর্ডের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ৩০ জুন। তবে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে বেশ কয়েকবার পরীক্ষা স্থগিত করা হয়, যা পরবর্তীতে পুনরায় নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়।