ঢাকা, শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাবান, ১৪৪৬ হিজরি, সকাল ৭:১৬
বাংলা বাংলা English English

শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার কমে ৬৪.২৯ শতাংশ


যশোর শিক্ষা বোর্ডে এবছর এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার কমেছে। ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডে পাসের হার ছিল ৬৪ দশমিক ২৯ শতাংশ, যা গত বছরের ৬৯ দশমিক ৮৮ শতাংশ থেকে কমেছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তার এক সংবাদ সম্মেলনে এই ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, এবার যশোর বোর্ডে মোট ১ লাখ ২২ হাজার ৫১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, যার মধ্যে ৭৮ হাজার ৭৬৪ জন উত্তীর্ণ হয়েছে। এ বছরের পরীক্ষায় পাসের হার কম হলেও পরীক্ষার অংশগ্রহণকারীর সংখ্যা ছিল উল্লেখযোগ্য।

গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়, যেখানে দেশের মোট ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সব খবর