ঢাকা, সোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, সন্ধ্যা ৭:৩৭
বাংলা বাংলা English English

সোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৬৩.২২ শতাংশ, মেয়েরা এগিয়ে


ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৬৩.২২ শতাংশ। এ বছর ৭৭ হাজার ৬২১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, যার মধ্যে পাস করেছে ৪৯ হাজার ৬৯ জন এবং ফেল করেছে ২৮ হাজার ৫৫২ জন শিক্ষার্থী।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবু তাহের এক সংবাদ সম্মেলনে এ ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, এবারে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৮২৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ২ হাজার ১০৯ জন ছেলে এবং ২ হাজার ৭১৭ জন মেয়ে। ফলে পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে মেয়েরা এগিয়ে রয়েছে।

ময়মনসিংহ বিভাগের ২৯৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে পাঁচটি প্রতিষ্ঠান শতভাগ পাসের রেকর্ড করেছে, আর চারটি প্রতিষ্ঠানে সব শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বোর্ড সচিব প্রফেসর মো. সফিউদ্দিন সেখ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. শামসুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

গত বছর ময়মনসিংহ বোর্ডে পাসের হার ছিল ৭০.৪৪ শতাংশ। সেই তুলনায় এবার পাসের হার কমে ৭.২২ শতাংশে নেমে এসেছে।

সব খবর