এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য পুনঃনিরীক্ষণের আবেদন করার সুযোগ শুরু হচ্ছে বুধবার (১৬ অক্টোবর) থেকে। শিক্ষার্থীরা ২২ অক্টোবর পর্যন্ত এই আবেদন করতে পারবেন বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।
পুনঃনিরীক্ষণের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে প্রতি বিষয়ে ১৫০ টাকা। ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সময়ের মধ্যে শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জ বা ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এ বছর গড় পাসের হার ছিল ৭৭.৭৮ শতাংশ, যা গত বছরের তুলনায় কিছুটা কম। তবে, জিপিএ-৫ প্রাপ্তির হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যেখানে ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ৯২ হাজার ৩৬৫ জন।
২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা ৩০ জুন শুরু হয়। তবে সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে ছড়িয়ে পড়া আন্দোলনের কারণে কয়েক দফায় পরীক্ষা স্থগিত করা হয়। অবশেষে স্থগিত পরীক্ষাগুলো বাতিল করতে বাধ্য হয় শিক্ষা বিভাগ।
যেসব বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছে, সেগুলোর পূর্ণ নম্বরের ভিত্তিতে উত্তরপত্র মূল্যায়ন করা হয়েছে। বাতিল হওয়া পরীক্ষার ফলাফল এসএসসি ও সমমানের পরীক্ষার ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে বিষয় ম্যাপিং পদ্ধতি ব্যবহার করে।