রাজশাহী শিক্ষা বোর্ডে ২০২৪ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বরাবরের মতো এবারও ছেলেদের তুলনায় মেয়েরা ফলাফলে এগিয়ে আছেন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অলীউল আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এবারের ফলাফলে দেখা গেছে, ৭৪১টি কলেজ থেকে ১ লাখ ৩৭ হাজার ১৮৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ১ লাখ ১১ হাজার ৪৪৮ জন শিক্ষার্থী পাস করেছেন, পাসের হার ৮১.২৪ শতাংশ।
গত বছরের পাসের হার ছিল ৭৮.৪৬ শতাংশ, যা এ বছরের তুলনায় কিছুটা কম ছিল। ২০২২ সালে পাসের হার ছিল ৮১.৬০ শতাংশ, আর ২০২১ সালে তা ছিল ৯৭.২৯ শতাংশ। এ বছর ২৪ হাজার ৯০২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন, যা গত বছরের ১১ হাজার ২৫৮ জনের তুলনায় অনেক বেশি।
মেয়েদের পাসের হার ৮৭ শতাংশ, যেখানে ছেলেদের পাসের হার ৭৬ শতাংশ। জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও মেয়েরা এগিয়ে, মোট ১৪ হাজার ৫৯৭ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছেন, ছেলেদের সংখ্যা ১০ হাজার ৩০৫ জন।
ফলাফলে দেখা যায়, রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে থাকা ১২টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি, আর ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ পাস করেছে। এক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ২১ হাজার ৩৩১, আর পরীক্ষার সময় ২৪ জন শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।
রাজশাহী বোর্ডের আটটি জেলার মধ্যে রাজশাহী জেলা সেরা, যেখানে পাসের হার ৮৯.১২ শতাংশ। এরপর বগুড়া (৮৪.৪১ শতাংশ), নাটোর (৭৮.৪২ শতাংশ), নওগাঁ (৭৪.৭১ শতাংশ), পাবনা (৮১.৪৭ শতাংশ), সিরাজগঞ্জ (৭৫.৯১ শতাংশ), জয়পুরহাট (৭৬.৭৮ শতাংশ) এবং চাঁপাইনবাবগঞ্জ (৭৭.৩১ শতাংশ)।
ফলাফল প্রকাশের পর রাজশাহী মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করে। তারা একে অপরকে মিষ্টি মুখ করিয়ে সফলতার উদযাপন করেন।