২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭.৭৮ শতাংশ। যদিও পাসের হার কিছুটা কমেছে, তবে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। এ বছর দেশের ১ হাজার ৩৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী পাস করেছে, যা গত বছরের তুলনায় ৪৩৫টি বেশি। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ৯৫৩টি।
মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রকাশিত ফলাফলে দেখা যায়, এ বছর পাসের হার গত বছরের ৭৮.৬৪ শতাংশ থেকে সামান্য কমেছে। তবে, জিপিএ-৫ প্রাপ্তির হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
এইচএসসি ও সমমান পরীক্ষা ৩০ জুন শুরু হয়, যেখানে মোট ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রথম রুটিন অনুযায়ী ৮ দিন পরীক্ষা অনুষ্ঠিত হয়, কিন্তু কোটা সংস্কার আন্দোলনের কারণে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর তিনবার পরীক্ষা স্থগিত করে সরকার। মোট ৬১ বিষয়ের পরীক্ষা বাতিল করা হয়।