ঢাকা, বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি, সকাল ১১:৫৮
বাংলা বাংলা English English

বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

এইচএসসি ও সমমান পরীক্ষায় ১৩৮৮ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস


২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭.৭৮ শতাংশ। যদিও পাসের হার কিছুটা কমেছে, তবে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। এ বছর দেশের ১ হাজার ৩৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী পাস করেছে, যা গত বছরের তুলনায় ৪৩৫টি বেশি। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ৯৫৩টি।

মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রকাশিত ফলাফলে দেখা যায়, এ বছর পাসের হার গত বছরের ৭৮.৬৪ শতাংশ থেকে সামান্য কমেছে। তবে, জিপিএ-৫ প্রাপ্তির হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এইচএসসি ও সমমান পরীক্ষা ৩০ জুন শুরু হয়, যেখানে মোট ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রথম রুটিন অনুযায়ী ৮ দিন পরীক্ষা অনুষ্ঠিত হয়, কিন্তু কোটা সংস্কার আন্দোলনের কারণে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর তিনবার পরীক্ষা স্থগিত করে সরকার। মোট ৬১ বিষয়ের পরীক্ষা বাতিল করা হয়।

সব খবর