ঢাকা, মঙ্গলবার, ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি, রাত ৪:১৭
বাংলা বাংলা English English

মঙ্গলবার, ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

১১ বছর পর পাকিস্তানে চীনের প্রধানমন্ত্রীর সফর


দীর্ঘ ১১ বছর পর চীনের কোনো প্রধানমন্ত্রী পাকিস্তানের মাটিতে পা রাখলেন। সোমবার (১৪ অক্টোবর) চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংকে স্বাগত জানাতে নিজে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

ইসলামাবাদে ১৫ ও ১৬ অক্টোবর সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে যোগ দিতে লি কিয়াং ইতোমধ্যেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন।

সম্মেলনের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান সরকার রাজধানীজুড়ে লকডাউন জারি করেছে। একই সঙ্গে দেশজুড়ে তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় সব শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস, আদালত এবং বাণিজ্যিক কেন্দ্র বন্ধ থাকবে।

রাজধানীতে নিরাপত্তা বাহিনী, পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যরা টহল শুরু করেছে। বর্তমানে পাকিস্তানে চীনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প চলছে এবং সেসব প্রকল্পের কাজ পর্যবেক্ষণ করতে চীনের কর্মকর্তারা পাকিস্তানে অবস্থান করছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সব খবর