বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের মানিকখালী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নিয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক তাওহীদুল ইসলাম শুভ হুমকির মুখে পড়েছেন। অভিযোগ উঠেছে, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ এ হুমকি দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান। এ ঘটনায় পাথরঘাটা প্রেস ক্লাবে জরুরি সভা ডেকে সাংবাদিকরা নিন্দা জানিয়েছেন এবং শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন। তাওহীদুল ইসলাম শুভ আরটিভির পাথরঘাটা প্রতিনিধি।
সাংবাদিক তাওহীদ জানান, প্রধান শিক্ষক হারুন-অর রশিদ নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত না থেকে মাসের দু-একদিন এসে হাজিরা খাতায় স্বাক্ষর করেন। এছাড়া, পাঁচজন শিক্ষকের বদলে মাত্র দুইজন শিক্ষক পালাক্রমে উপস্থিত থাকেন। এমন অভিযোগের ভিত্তিতে ৭ অক্টোবর সরেজমিনে গিয়ে এর সত্যতা পাওয়া যায়।
সাংবাদিক শুভ আরও জানান, এ বিষয়ে প্রধান শিক্ষক হারুন-অর রশিদের কাছে ফোনে জানতে চাইলে তিনি তাকে বিদ্যালয় থেকে বের হয়ে যাওয়ার হুমকি দেন এবং অনুমতি ছাড়া তথ্য সংগ্রহের অভিযোগে মামলা করার কথাও বলেন। এরপর পরের দিন তাকে অকথ্য ভাষায় গালাগালি এবং সংবাদ প্রকাশ করলে প্রাণনাশের হুমকি দেন।
এ ঘটনার পর থেকে বিভিন্ন রাজনৈতিক নেতাদের মাধ্যমে সংবাদ প্রকাশ বন্ধ করতে চাপও দেওয়া হয় বলে শুভ অভিযোগ করেন।
পাথরঘাটা প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, “একজন সাংবাদিকের তথ্য সংগ্রহ করার অধিকার রয়েছে। তাকে প্রাণনাশের হুমকি দেওয়া সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”
এদিকে, বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের মান অত্যন্ত খারাপ এবং শিক্ষকরা বিদ্যালয়টিকে তাদের ব্যক্তিগত সম্পত্তির মতো ব্যবহার করছেন।
অভিযুক্ত প্রধান শিক্ষক হারুন-অর রশিদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ সালেহ বলেন, “সাংবাদিককে হুমকি দেওয়ার বিষয়টি অত্যন্ত নিন্দনীয়। তদন্ত সাপেক্ষে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
পাথরঘাটা থানার ওসি মেহেদী হাসান জানান, তাওহীদুল ইসলাম শুভ থানায় লিখিত অভিযোগ করলে সেটি গুরুত্ব দিয়ে সাধারণ ডায়েরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।