চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে, যেখানে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭.৭৮ শতাংশ। মোট ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। তবে উদ্বেগজনকভাবে, ৬৫টি কলেজে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষাপ্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট বোর্ডগুলোর ওয়েবসাইটে একযোগে ফলাফল প্রকাশ করা হয়। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, এ বছর ১১টি শিক্ষা বোর্ড থেকে ১০ লাখ ৩৫ হাজার ৩০৯ জন শিক্ষার্থী পাস করেছেন।
গত বছর শূন্য পাস করা কলেজের সংখ্যা ছিল ৪২টি, যা এ বছর বেড়ে ৬৫টিতে পৌঁছেছে।
যদিও সামগ্রিকভাবে পাসের হার কিছুটা কমেছে, শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ বছর ১ হাজার ৩৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাসের রেকর্ড গড়েছে, যা ২০২৩ সালের তুলনায় ৪৩৫টি বেশি। গত বছর ৯৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ পাস করেছিল।