ঢাকা, শনিবার, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি, রাত ১:২৯
বাংলা বাংলা English English

শনিবার, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭১.১৫ শতাংশ


২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ১২ হাজার ৩১২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, যার মধ্যে ৭৯ হাজার ৯০৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। জিপিএ ৫ পেয়েছেন ৭ হাজার ৯২২ জন শিক্ষার্থী।

এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের ছয় জেলায় ১০টি কলেজ শতভাগ পাসের রেকর্ড গড়েছে, তবে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের মিলনায়তনে ফলাফল প্রকাশ করেন বোর্ডের চেয়ারম্যান ড. নিজামুল করিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোর্ডের সচিব নূর মোহাম্মদ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আছাদুজ্জামান এবং উপপরীক্ষা নিয়ন্ত্রক শহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

উল্লেখ্য, ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা ৩০ জুন শুরু হয়। এতে ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন পরীক্ষার্থী অংশ নেয়। প্রথম প্রকাশিত রুটিন অনুযায়ী পরীক্ষা শুরু হলেও কোটা সংস্কার আন্দোলনের কারণে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়, যা পরে তিন দফা স্থগিত হয়ে পুনরায় অনুষ্ঠিত হয়।

সব খবর