ঢাকা, শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রজব, ১৪৪৬ হিজরি, রাত ৮:৩৫
বাংলা বাংলা English English

শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সারজিস ও হাসনাতকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করলেন সাবেক মেয়র মোস্তাফিজার রহমান


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছেন জাতীয় পার্টির নেতা এবং রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। সোমবার (১৪ অক্টোবর) রংপুর সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির কার্যালয়ে জেলা ও মহানগরের যৌথ সভায় তিনি এই ঘোষণা দেন।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, “ফেসবুকে সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ জাতীয় পার্টিকে রাজনৈতিক সংলাপে না ডাকতে যে ঘোষণা দিয়েছে, তার জন্য তারা রংপুরে আসতে পারবে না। আমরা রংপুরে জাতীয় পার্টির শক্তি দেখিয়ে দেব। যদি আমরা এই আন্দোলনকে জনস্রোতে পরিণত করতে না পারি, তাহলে আমরা জাতীয় পার্টি থেকে নাকে খত দিয়ে চলে যাবো।”

মোস্তফা আরও বলেন, “রংপুরের মাটিতে সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহর কোনো প্রোগ্রাম হতে দেওয়া হবে না। আমি জেলা প্রশাসক, পুলিশ সুপার, ডিআইজি ও পুলিশ কমিশনারকে জানিয়ে দিতে চাই, রংপুরে কোনো রাজনৈতিক সংলাপে জাতীয় পার্টিকে ডাকা না হলে, জাতীয় পার্টি নিজেই তার অধিকার আদায় করবে। এর জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।”

সম্প্রতি দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সংলাপের প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। ফেসবুকে পোস্ট দিয়ে তারা জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানানোকে সমালোচনা করেন।

সারজিস আলম তার পোস্টে লিখেছিলেন, “জাতীয় পার্টির মতো মেরুদণ্ডহীন ফ্যাসিস্টদের কিভাবে আলোচনায় ডাকা হয়?” আর হাসনাত লিখেছিলেন, “স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানানো হলে, আমরা সেই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও বিরোধিতা করব।”

সব খবর