ঢাকা, বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি, সকাল ১১:৩৮
বাংলা বাংলা English English

বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

পাবনার ভাঙ্গুড়ায় মদপানে দুই যুবকের মৃত্যু, অসুস্থ আরও তিনজন


পাবনার ভাঙ্গুড়া উপজেলায় অতিরিক্ত মদপানে হৃদয় কুমার (১৮) ও রবিন কুমার (২৬) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিনজনকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) রাতে এক ঘণ্টার ব্যবধানে এই দুই যুবকের মৃত্যু ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপূজার উৎসব শেষে আনন্দে মেতে সোমবার সন্ধ্যার পর পাঁচ বন্ধু অতিরিক্ত মদপান করেন। এর পরপরই সবাই অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে হৃদয় কুমার ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান। রবিন কুমারকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. উজ্জল হোসেন জানান, গুরুতর অসুস্থ অবস্থায় আরও তিনজনকে পাবনা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ‘মদপানের পর পাঁচজন অসুস্থ হয়ে পড়েন, যার মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করছে এবং আইনি প্রক্রিয়া চলছে।’

সব খবর