ঢাকা, বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি, রাত ২:৫২
বাংলা বাংলা English English

বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মহাখালীতে বিটিসিএল জমি দখলের অভিযোগ, মামলা চলছে


রাজধানীর বনানী থানাধীন মহাখালী এলাকায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) জমি দখলের অভিযোগ উঠেছে। তেজগাঁও ভূমি অফিস এবং বিটিসিএল কর্মকর্তারা জানিয়েছেন, মহাখালীতে সি.এল, এস.এ, এবং আর.এস দাগভুক্ত ৬৯ শতাংশ জমি সরকার বিটিসিএলকে বুঝিয়ে দিয়েছিল, যেখানে বিটিসিএল কর্মচারীদের আবাসন গড়ে তোলা হয়।

কিন্তু ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর, স্থানীয় কিশোর গ্যাং-এর সহযোগিতায় ১৪ শতাংশ জমি দখল করে সেখানে টিনের বাউন্ডারি দিয়ে স্থাপনা নির্মাণ করা হয়েছে। এতে বিটিসিএল কলোনির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

দখলকারীরা মরহুম আতাউর রহমানের ওয়ারিশ, ২ পুত্র ও ৪ কন্যা, যারা বিটিসিএলের এই সম্পত্তি দখল করে বিজ্ঞ ১ম জেলা জজ আদালতে একটি মামলা দায়ের করেছেন।

বিটিসিএলের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. কামরুজ্জামান জানান, দখল হওয়া জমি পুনরুদ্ধারের কাজ চলছে এবং জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে।

জানা গেছে, দখলকারীরা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং দখলকৃত জমি বিক্রি করারও চেষ্টা করছেন।

সব খবর