মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে, যেখানে পাসের হার দাঁড়িয়েছে ৯৩ দশমিক ৪০ শতাংশ। এ বছর আলিম পরীক্ষায় মোট ৯,৬১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। গত বছর এই পাসের হার ছিল ৯০ দশমিক ৭৫ শতাংশ, সেই হিসাবে এবার পাসের হার বেড়েছে ২ দশমিক ৬৫ শতাংশ।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে পাওয়া সারসংক্ষেপে এই তথ্য জানা গেছে।
ফলাফলে দেখা যায়, এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ, যা গত বছরের তুলনায় কিছুটা কম। ২০২৩ সালে পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ।
উল্লেখ্য, ৩০ জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। মোট ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন পরীক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। তবে কোটা সংস্কার আন্দোলনের কারণে পরীক্ষাগুলো একাধিকবার স্থগিত করা হয়।