ঢাকা, বৃহস্পতিবার, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, সকাল ১০:৫৫
বাংলা বাংলা English English

বৃহস্পতিবার, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

এইচএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েরা এগিয়ে


এবারও এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে মেয়েরা ছেলেদের ছাড়িয়ে গেছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের ফলাফল প্রকাশিত হয়, যেখানে জানা যায়, ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭.৭৮ শতাংশ। এর মধ্যে ছাত্রীদের পাসের হার ৭৯.৯৫ শতাংশ, আর ছাত্রদের পাসের হার ৭৫.৬১ শতাংশ।

জিপিএ-৫ প্রাপ্তিতেও মেয়েরা এগিয়ে রয়েছে। মোট ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে ৮০ হাজার ৯৩৩ জন ছাত্রী এবং ৬৪ হাজার ৯৭৮ জন ছাত্র। এ নিয়ে টানা চার বছর ধরে এই সাফল্য ধরে রেখেছে মেয়েরা, এবং পাসের হারের দিক দিয়ে বিগত ১৫ বছর ধরে মেয়েরাই এগিয়ে রয়েছে।

বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০১০ সাল থেকে মেয়েরা এইচএসসি পরীক্ষায় ছেলেদের তুলনায় ভালো ফলাফল করছে। সর্বশেষ ২০০৯ সালে পাসের হারে ছেলেরা এগিয়ে ছিল, যেখানে ছেলেদের পাসের হার ছিল ৭৪.৮৫ শতাংশ এবং মেয়েদের পাসের হার ছিল ৭৪.৫০ শতাংশ।

এবারের এইচএসসি পরীক্ষায় ১৩ লাখ ৩১ হাজার ৫৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে একাধিকবার পরীক্ষা স্থগিত হওয়ার পর, শেষ পর্যন্ত শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে স্থগিত হওয়া পরীক্ষাগুলোর মূল্যায়ন করা হয়।

২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, পাসের হার সামান্য কমে ৭৭.৭৮ শতাংশ হয়েছে, যেখানে গত বছর এটি ছিল ৭৮.৬৪ শতাংশ।

সব খবর