ঢাকা, সোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, সন্ধ্যা ৭:১০
বাংলা বাংলা English English

সোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

কলকাতায় স্বর্ণের দাম বৃদ্ধি: ২৪ ক্যারাট সোনার দাম রেকর্ড উচ্চতায়


কলকাতায় স্বর্ণের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। দুর্গাপূজার ছুটির পর, সোমবার (১৪ অক্টোবর) ১০ গ্রাম ২৪ ক্যারাট খুচরা সোনার দাম বেড়ে ৭৬ হাজার ৬৫০ টাকায় পৌঁছেছে, যা জিএসটি সহকারে দাঁড়িয়েছে ৭৮ হাজার ৯৫০ টাকা। ছুটির আগে, বুধবার (৯ অক্টোবর), সোনার বাজার বন্ধ হওয়ার সময় দাম ছিল কর ছাড়া ৭৫ হাজার ৪০০ টাকা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের একটি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, স্বর্ণের দাম বৃদ্ধির প্রধান কারণ হিসেবে পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধকে দায়ী করা হচ্ছে। বিশ্বজুড়ে যুদ্ধের প্রভাবে স্বর্ণের বাজার অস্থির হয়ে পড়েছে, যার সরাসরি প্রভাব ভারতের বাজারেও পড়েছে।

জেজেগোল্ডের ডিরেক্টর হর্ষদ অজমেরা জানান, পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি না কমা পর্যন্ত স্বর্ণের দাম কমার সম্ভাবনা কম। বিনিয়োগকারীরা পুঁজি সুরক্ষিত রাখতে সোনায় বিনিয়োগ করছেন, যা দাম বৃদ্ধির অন্যতম কারণ।

অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিলের ডিরেক্টর সমর দে এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের এমডি শুভঙ্কর সেন মনে করছেন, ২৯-৩০ অক্টোবর ধনতেরাস উৎসবকে ঘিরে গয়নার বাজারে কিছুটা চাপ বাড়তে পারে। তবে উচ্চ দাম থাকা সত্ত্বেও ক্রেতারা পুরোপুরি বাজার থেকে মুখ ফিরিয়ে নেবেন না। তারা ধারণা করছেন, ক্রমেই স্বর্ণের দাম কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে।

সব খবর