আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের প্রজ্ঞাপন জারির পর, দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে মন্তব্য করেছেন, “ট্রাইব্যুনাল ইজ রেডি। এবার আসো খেলা হবে!”
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে পোস্ট করা এই মন্তব্যে তিনি আরও বলেন, “খুনি হাসিনার তৈরি আইনে এবং তার বানানো ট্রাইব্যুনালে এবার হাসিনা ও তার সহযোগীদের বিচার হবে, ইনশাআল্লাহ। এই দিনের জন্য মহান রবের দরবারে অজস্র চোখের পানি ফেলেছি। স্বপ্ন পূরণের দিন আর বেশি দূরে নয়।”
সরকারের পুনর্গঠিত এই ট্রাইব্যুনালের নেতৃত্বে থাকছেন হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার। তার সঙ্গে সদস্য হিসেবে থাকবেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মহিতুল হক এনাম চৌধুরী। সোমবার রাতে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এই পুনর্গঠনের ঘোষণা দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী সময়ে গত জুলাই ও আগস্ট মাসে সংঘটিত গণহত্যার অভিযোগগুলো বিচার করার জন্য এই ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে। শেখ হাসিনার সরকার পতনের পর এসব মানবতাবিরোধী অপরাধের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ইতিমধ্যে শেখ হাসিনাসহ তার মন্ত্রিপরিষদের ৫০ জনেরও বেশি সদস্যের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৪ আগস্ট, মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার চার ছেলের মধ্যে কেবল মাসুদ সাঈদী বাংলাদেশে অবস্থান করছেন। তিনি পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে পরিচিত।