ঢাকা, শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাবান, ১৪৪৬ হিজরি, সকাল ৭:৩৩
বাংলা বাংলা English English

শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

লেবাননের উত্তরাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ২১ নিহত


লেবাননের উত্তরাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ২১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৮ জন। মঙ্গলবার (১৫ অক্টোবর) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে। হামলাটি একটি আবাসিক ভবনে চালানো হয়, যেখানে যুদ্ধের কারণে উদ্বাস্তু হওয়া একটি পরিবার আশ্রয় নিয়েছিল।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, হিজবুল্লাহকে দমন করতে লেবাননের যেকোনো স্থানে হামলা চালানো হবে। হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলি সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর তিনি এই ঘোষণা দেন। নেতানিয়াহু আরও বলেন, “আমরা প্রয়োজনে যেকোনো ব্যবস্থা নেব এবং এটি সম্প্রতি প্রমাণিত হয়েছে। সামনের দিনগুলোতেও এই প্রমাণ অব্যাহত থাকবে।”

এদিকে, ফিলিস্তিনের গাজা অঞ্চলের জাবালিয়ায় ইসরায়েলি হামলায় চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাতের মধ্যে এই হামলা অন্যতম মারাত্মক বলে বিবেচিত হচ্ছে। হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের সাম্প্রতিক হামলায় লেবাননে এক মাসেরও বেশি সময় ধরে ১,৭০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। এর প্রতিশোধ হিসেবে রোববারের হামলাটি চালানো হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।

গত সপ্তাহ ধরে লেবাননের শিয়া মুসলিম অধ্যুষিত দক্ষিণাঞ্চল এবং বেকা উপত্যকার হিজবুল্লাহর শক্ত ঘাঁটিতে ইসরায়েলি বিমান বাহিনীর একাধিক হামলা অব্যাহত রয়েছে।

সব খবর