মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন দীর্ঘ ৮৮ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে পুনরায় চালু হয়েছে। স্টেশনটি চালু হওয়ায় যাত্রী ও কর্তৃপক্ষ উভয়েই সন্তোষ প্রকাশ করেছে।
সকাল বেলা স্টেশনে যাত্রীদের ভিড় তুলনামূলকভাবে কম থাকলেও বেসরকারি প্রতিষ্ঠানের একজন কর্মী জানান, অনেকেই এখনও স্টেশনটি চালু হওয়ার খবর জানেন না। তবে আশা করা হচ্ছে, সময়ের সাথে সাথে যাত্রী সংখ্যা বাড়বে।
ঢাকা মেট্রো ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ এক সংবাদ সম্মেলনে জানান, মিরপুর-১০ স্টেশন সফলভাবে পরীক্ষামূলক পরিচালনার পর পুনরায় চালু করা হয়েছে। এর আগে, গত ১৯ জুলাই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির সময় স্টেশনটি ভাঙচুরের শিকার হয়, যার ফলে টিকিট ভেন্ডিং মেশিন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়।
কাজীপাড়া স্টেশন এরই মধ্যে মেরামত শেষে ২০ সেপ্টেম্বর চালু হয়েছে। যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে দ্রুত মেরামতের পর মিরপুর-১০ স্টেশনও আবার চালু করা হয়েছে।
উল্লেখ্য, ছাত্র-জনতার গণআন্দোলনের কারণে ৩৭ দিন মেট্রোরেল বন্ধ থাকার পর গত ২৫ আগস্ট থেকে মেট্রোরেল পুনরায় চলাচল শুরু হয়।