১৪ অক্টোবর, ২০২৪: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে তুর্কি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেন, ঢাকা এখন ব্যবসার জন্য প্রস্তুত এবং উভয় দেশকে পারস্পরিক সম্পর্কের সর্বোচ্চ সম্ভাবনা কাজে লাগাতে হবে।
সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আহ্বান জানান তিনি। বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করেন দুই নেতা।
বৈঠকে ব্যবসা-বাণিজ্য, অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা, রোহিঙ্গা সংকট সমাধান, এবং শিক্ষার্থী বিনিময় প্রক্রিয়া বাড়ানোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়। ড. ইউনূস বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় তুরস্কের মানবিক সহায়তার প্রশংসা করেন এবং তুরস্কের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার জন্য তুরস্কের একটি অফিসিয়াল প্রতিনিধিদলের আসন্ন সফরের কথা উল্লেখ করেন।
তিনি তুরস্কের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তুরস্কের রাষ্ট্রদূত ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি বাংলাদেশের সংহতি ও সহায়তার জন্য ধন্যবাদ জানান এবং আসন্ন ওয়ার্ল্ড হালাল সামিট ও ইস্তাম্বুলে মন্ত্রী পর্যায়ের সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের আমন্ত্রণ জানান।
রাষ্ট্রদূত জানান, তুরস্কের ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তারা বর্তমানে বাংলাদেশ সফর করছেন, যারা নতুন বাণিজ্যিক সুযোগ খুঁজে বের করার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগকে সহায়তা করতে আগ্রহী। দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও নিবিড় করার জন্য উভয় দেশ থেকে রপ্তানি বৃদ্ধির ব্যাপক সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি।
তুরস্কের বাণিজ্যমন্ত্রী আগামী ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসবেন বলেও রাষ্ট্রদূত জানান, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করবে।