ঢাকা, মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি, সন্ধ্যা ৭:৪৮
বাংলা বাংলা English English

মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন


১৪ অক্টোবর, ২০২৪: বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা দেশজুড়ে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে তাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপন করেছেন। সারাদেশে প্রায় ৩২ হাজার পূজামণ্ডপে হিন্দু সম্প্রদায়ের নারী, পুরুষ, এবং শিশুরা দেবী দুর্গার প্রতি শ্রদ্ধা জানিয়ে আনন্দে মেতে ওঠেন। গতকাল সন্ধ্যায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এই বর্ণাঢ্য উৎসবের সমাপ্তি ঘটে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারের গৃহীত পদক্ষেপ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় দুর্গাপূজার সময় কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা দূরীভূত হয়। সকল হিন্দু ধর্মাবলম্বী জনগোষ্ঠীকে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করার জন্য সরকার আন্তরিক অভিনন্দন জানিয়েছে।

গত সপ্তাহে ঘটে যাওয়া কয়েকটি বিচ্ছিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সরকার তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১১টি মামলা দায়ের করেছে এবং এ পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বাংলাদেশ রাষ্ট্রের একটি অনন্য বৈশিষ্ট্য, যা জাতিকে ঐক্যবদ্ধ করে রেখেছে। সরকার প্রত্যেক নাগরিকের, বিশেষত ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের, ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ সরকারের এ ধরনের পদক্ষেপ দেশের ধর্মনিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক পরিচিতি সমুন্নত রাখতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

সব খবর