১৪ অক্টোবর, ২০২৪: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের সভাপতি সিনিয়র এডভোকেট জয়নুল আবেদীন।
সংবাদ সম্মেলনে এডভোকেট জয়নুল আবেদীন বলেন, “অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় আইনজীবী সমাজ আবারও রাস্তায় নামতে বাধ্য হবে।” তিনি আরও বলেন, “তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সব মামলাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনার নির্দেশে এসব মিথ্যা মামলার ফরমায়েশি রায় ঘোষণা করা হয়েছে।”
জয়নুল আবেদীন বলেন, “যেসব রাজনৈতিক মামলা তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা হয়েছে, তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। যদি তা না করা হয়, তাহলে আইনজীবীরা আবারও রাস্তায় নেমে প্রতিবাদ করবেন।”
সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “উচ্চ আদালতের কিছু বিচারক কোড অব কন্ডাক্ট ভঙ্গ করেছেন, তাদের অপসারণের দাবিও অব্যাহত থাকবে।” সুপ্রিম কোর্ট বার সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকনও একই দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, এডভোকেট মোহাম্মদ আলীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।