ঢাকা, বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি, দুপুর ১২:৪৯
বাংলা বাংলা English English

বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ভোলায় মা ইলিশ রক্ষায় ২২ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা


ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ভোলার সব নদ-নদীতে ২২ দিনের জন্য মাছ ধরা বন্ধ থাকবে। ১৩ অক্টোবর মধ্যরাত থেকে ৩ নভেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। মাছ ধরার ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর করতে মৎস্য বিভাগসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নদীতে টহল শুরু করেছেন।

রোববার (১৩ অক্টোবর) সকাল থেকে ভোলা ও তৎসংলগ্ন মেঘনা, তেঁতুলিয়া ও ইলিশা নদীতে জেলেদের ট্রলার ও নৌকা দেখা যাচ্ছে না। নিষেধাজ্ঞার ফলে ভোলার দুই লক্ষাধিক জেলে কর্মহীন অবস্থায় রয়েছেন। জেলেরা বর্তমানে সরকারি প্রণোদনার অপেক্ষায় আছেন। ইতোমধ্যে কিছু এলাকায় ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে।

সোমবার সকালে নদীর তীরবর্তী এলাকায় দেখা যায়, জেলেরা অলস সময় পার করছেন। কেউ নদীর তীরে বসে আছেন, আবার কেউ জাল মেরামত করে সময় কাটাচ্ছেন। জেলেদের দাবি, সরকারি প্রণোদনার চাল যেন প্রকৃত জেলেরা পান। তাদের উদ্বেগ, এই ২২ দিন কীভাবে পরিবার-পরিজন নিয়ে কাটাবেন, তবে মৎস্য বিভাগ জানিয়েছে, তাদের এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।

নিষেধাজ্ঞা সফল করতে কোস্টগার্ড, নৌ পুলিশ, নৌবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি করছে। ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, মৎস্য বিভাগের ১৭টি টিম সার্বক্ষণিক টহল দিচ্ছে এবং ইতোমধ্যে কিছু ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর জানান, ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা সফল করতে কোস্টগার্ড জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ, মাইকিং এবং পোস্টারিংসহ প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সরকারি হিসেবে ভোলায় নিবন্ধিত জেলের সংখ্যা এক লাখ ৬৫ হাজার। এর মধ্যে এক লাখ ৪১ হাজার জেলে নিষেধাজ্ঞাকালীন সময়ে সরকারি প্রণোদনা হিসেবে ২৫ কেজি করে চাল পাবেন।

সব খবর