ঢাকা, সোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, রাত ৮:০০
বাংলা বাংলা English English

সোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চালককে হত্যা করে মিশুক ছিনতাই, গ্রেফতার ২


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আব্দুল হাই (৩৫) নামের এক চালককে হত্যা করে তার ব্যাটারি চালিত মিশুক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার এবং ছিনতাই হওয়া মিশুকটি উদ্ধার করেছে।

রবিবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার বাঙ্গালা ইউনিয়নের মধুপুর কবরস্থানের পাশে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত আব্দুল হাই উপজেলার বাঙ্গালা ইউনিয়নের চেংটিয়া চান্দপাড়ার বাসিন্দা আফসার আলীর ছেলে।

গ্রেফতারকৃতরা হলেন, পূর্বদেলুয়া গ্রামের সোহরাব আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫) এবং পূর্বদেলুয়া মধ্যপাড়ার মৃত ধীরেন্দ্র মিস্ত্রির ছেলে মংলা মিস্ত্রি (৪৮)।

নিহতের স্ত্রী সাজেদা খাতুন জানান, রবিবার বিকেলে তার স্বামী কাজে বের হন। রাত ১০টার দিকে খবর পান যে মধুপুর কবরস্থানের পাশে একটি ডোবায় আব্দুল হাইয়ের মরদেহ পাওয়া গেছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

উল্লাপাড়া মডেল থানার ওসি রাকিবুল হাসান জানান, আব্দুল হাইকে গলায় গামছা পেঁচিয়ে ও দুই হাত বেঁধে শ্বাসরোধে হত্যা করে তার মরদেহ ডোবার ভেতরে ফেলে রাখা হয়েছিল। পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে এবং ছিনতাই হওয়া মিশুকসহ দুই অভিযুক্তকে গ্রেফতার করে।

নিহতের স্ত্রী সাজেদা খাতুন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অন্যান্য জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি।

সব খবর