রাজশাহীর গোদাগাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইয়ামিন (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) সকালে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের গোপালপুরে এই ঘটনা ঘটে।
গোদাগাড়ী থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন জানান, ড্রাগন ফল চুরির প্রতিরোধে বৈদ্যুতিক সংযোগ স্থাপন করা হয়েছিল বাগানে। ইয়ামিন সকালে তাদের ধানের জমিতে পানি দিতে গিয়ে খোলা বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, গ্রেপ্তার আতঙ্কে ড্রাগন ফল বাগানের মালিক গা ঢাকা দিয়েছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি তদন্ত মোয়াজ্জেম হোসেন।