ঢাকা, সোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, রাত ৮:০৩
বাংলা বাংলা English English

সোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

মাদারীপুরে ছিনতাইয়ের সময় বরিশালের তিন নারী আটক


মাদারীপুরের কালকিনিতে অর্ধ লক্ষাধিক টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে তিন নারী ছিনতাইকারীকে আটক করেছে এলাকাবাসী এবং পুলিশের হাতে সোপর্দ করেছে। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে কালকিনি থানার মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

আটককৃত নারীরা হলেন- পারভীন বেগম (২২), শিল্পী বেগম (২২) ও নিপা বেগম (২৩)। তারা বরিশালের বিমানবন্দর থানার রামপাড়াপট্টির বেদে সম্প্রদায়ের সদস্য বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কালকিনি থানার মোড়ে লন্ডন শপিং মলে কেনাকাটা করতে আসা এক নারীর ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ওই তিন নারী ছিনতাইকারী। ভুক্তভোগী নারী চিৎকার করলে স্থানীয় লোকজন দ্রুত তাদের ধাওয়া করে ধরে ফেলে এবং পুলিশে সোপর্দ করে।

কালকিনি থানার এসআই বিল্লাল হোসেন জানান, তিন নারী ছিনতাইকারীকে আটকের পর স্থানীয়রা পুলিশে হস্তান্তর করে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

সব খবর