ঢাকা, বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি, দুপুর ১২:৫১
বাংলা বাংলা English English

বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

মতিহারে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি সোহেল গ্রেফতার


রাজশাহী মহানগরীর মিজানের মোড় এলাকা থেকে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাবদুল ওরফে সোহেল (১৯) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে (১৪ অক্টোবর) মতিহার থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সোহেল মতিহার থানার চর-সাতবাড়িয়া এলাকার বাসিন্দা এবং মৃত কাজিমুদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে গ্রেফতার এড়াতে পালিয়ে ছিলেন। মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মালেক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে সোহেল মিজানের মোড়ে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে মতিহার থানার সেকেন্ড অফিসার এটিএম আশিকুল ইসলাম ও তার সহযোগী এএসআই মোঃ তসলিম উদ্দিন, এএসআই জালাল, এএসআই আপেল এবং কনস্টেবল ফিরোজ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে গ্রেফতারকৃত সোহেলকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন ওসি মোঃ আব্দুল মালেক।

সব খবর