ঢাকা, শুক্রবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি, সকাল ৮:১৬
বাংলা বাংলা English English

শুক্রবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

চরফ্যাসনের কামরুল ইসলাম কাজল দেশ ছাড়ার পাঁয়তারা, স্ত্রী শাহিনুরের অভিযোগ


চরফ্যাসনের নীলকমল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ কামরুল ইসলাম কাজল, যিনি স্ত্রী শাহিনুর বেগমের দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলার আসামি, বর্তমানে দেশ ছাড়ার পাঁয়তারা চালাচ্ছেন বলে অভিযোগ তুলেছেন তার স্ত্রী।

শাহিনুর বেগম জানান, মামলার আসামি কামরুল ইসলাম মামলা থেকে বাঁচতে এবং গ্ৰেপ্তারি পরোয়ানা এড়াতে বিদেশে পালানোর চেষ্টা করছেন।

অভিযোগের সূত্রে জানা যায়, শাহিনুর বেগম চরফ্যাসনের মিয়াজানপুর এলাকার আঃ রশিদ ঘরামীর মেয়ে। তাকে রেজিস্ট্রি কাবিন করে বিয়ে করেন কামরুল ইসলাম কাজল। কিন্তু বিয়ের পর স্ত্রীকে ঘরে তুলতে গড়িমসি করায়, শাহিনুর আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন, যার ফলে কাজল একাধিকবার জেলে যান। এরপর ক্ষিপ্ত হয়ে তিনি প্রকাশ্যে ঘোষণা দেন যে, তিনি আর স্ত্রীকে ঘরে তুলবেন না।

শাহিনুর বেগম তখন আদালতে পারিবারিক খোরপোষ এবং দাম্পত্য জীবন পুনরুদ্ধারের জন্য মামলা দায়ের করেন, যেখানে তিনি আদালতের ডিগ্রি লাভ করেন। কিন্তু আদালতের নির্দেশনা অমান্য করায় কামরুল ইসলাম কাজলের বিরুদ্ধে গ্ৰেপ্তারি পরোয়ানা জারি হয়। বর্তমানে রাজনৈতিক সমস্যার পাশাপাশি গ্ৰেপ্তারি পরোয়ানা থাকায় তিনি দেশ ত্যাগের পরিকল্পনা করছেন বলে গুঞ্জন উঠেছে।

ভুক্তভোগী শাহিনুর বেগম সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার প্রতি এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

সব খবর