ঢাকা, শুক্রবার, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই জিলহজ, ১৪৪৬ হিজরি, রাত ১:২৪
বাংলা বাংলা English English

শুক্রবার, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার সমাপ্তি


সারাদেশের মতো সুনামগঞ্জেও প্রতিমা বিসর্জনের মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সমাপ্তি হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) বিকেল ৫টায় বিজয়া দশমীর দিন, শহরের বিভিন্ন পূজামণ্ডপ থেকে প্রতিমা নিয়ে ভক্তরা জড়ো হন সুনামগঞ্জ শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের বালুর মাঠে। এরপর একে একে সারিবদ্ধভাবে প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান, সেনাবাহিনীর সুনামগঞ্জ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত লে. কর্ণেল নাফিজ ইমতিয়াজ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বিমান কান্তি রায়, সাধারণ সম্পাদক বিমল বণিক, সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি কুলেন্দু শেখর দাস, সদর থানার ওসি নাজমুল হক, ডিবির ওসি মো. আমিনুল হক, পুলিশ হাসপাতালের ইনচার্জ (ওসি) মো. আরজদ আলী এবং সাবেক মহিলা কাউন্সিলর কলি তালুকদার আরতি প্রমুখ।

৯ অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হওয়া পাঁচদিনব্যাপী এই উৎসবের অন্যান্য দিনগুলোতে সপ্তমী, অষ্টমী, নবমী পালন করা হয়। বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মাধ্যমে দুর্গাপূজার পরিসমাপ্তি ঘটে।

পূজার সার্বিক নিরাপত্তায় সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার বাহিনী নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বিজয়া দশমীর দিন সকালে হিন্দু নারীরা তাদের স্বামীর মঙ্গল কামনায় সিঁদুর খেলায় অংশ নেন।

দেবী দুর্গা দোলায় চড়ে ভক্তদের মাঝে এসে আশীর্বাদ দেওয়ার পর আজ গজে চড়ে কৈলাশে ফিরে গেছেন। ভক্তরা মায়ের কাছে প্রার্থনা করেছেন, যাতে মা দুর্গা সকলকে মঙ্গল দান করেন এবং একটি অসাম্প্রদায়িক বাংলাদেশে শান্তি বজায় থাকে।

সব খবর