ঢাকা, রবিবার, ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, সন্ধ্যা ৭:১৫
বাংলা বাংলা English English

রবিবার, ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন: বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার চেয়ারম্যান


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়। সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

ড. আসিফ নজরুল জানান, শিগগিরই মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম শুরু হবে। প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠনের জন্যও সরকার প্রস্তুত রয়েছে। পুনর্গঠিত ট্রাইব্যুনালে হাইকোর্টের বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী সদস্য হিসেবে থাকবেন।

উপদেষ্টা আরও বলেন, “আমাদের আইন মন্ত্রণালয়ের উদ্যোগে ট্রাইব্যুনাল গঠনের কাজ সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি, খুব শিগগিরই বিচার কার্যক্রম শুরু করা সম্ভব হবে।”

এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথমে বিচার করা হবে জুলাই বিপ্লবের গণহত্যার, যেখানে অভিযুক্তদের মধ্যে আছেন শেখ হাসিনাসহ তৎকালীন আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন নেতা। ছাত্র-জনতার অভ্যুত্থান ঠেকাতে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের চালানো হত্যাযজ্ঞের বিচার এই ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন ড. আসিফ নজরুল।

উল্লেখ্য, ২০১০ সালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে আওয়ামী লীগ সরকার। দীর্ঘদিন বন্ধ থাকা বিচারকাজ পুনরায় শুরু করতে নতুন এই ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে।

সব খবর