ঢাকা, শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাবান, ১৪৪৬ হিজরি, সকাল ৮:৩৮
বাংলা বাংলা English English

শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামী লীগ নেতা ও সাবেক কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক গ্রেপ্তার


আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর নিউ ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক নিশ্চিত করেছেন যে, রাত পৌনে ৮টার দিকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে আবদুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে। তবে, তার বিরুদ্ধে থাকা একাধিক মামলার মধ্যে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় থেকে আবদুর রাজ্জাক জনসমক্ষে আসেননি। টাঙ্গাইল থেকে নির্বাচিত সাবেক এই সংসদ সদস্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং খাদ্য ও কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে শেখ হাসিনার সর্বশেষ মন্ত্রিসভায় তার স্থান হয়নি।

আবদুর রাজ্জাক তার কর্মজীবন শুরু করেছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনে (বিএডিসি) একজন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে এবং ২০০১ সালে চাকরিজীবন শেষ করেন।

সব খবর