কুমিল্লার লাকসামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও দানবীর মো. রাফসানুল ইসলাম। তিনি লাকসামের গাজিমুড়া গ্রামের বাসিন্দা এবং নিখোঁজ বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম হিরুর একমাত্র সন্তান।
শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় লাকসাম উপজেলা ও পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপে পরিদর্শন করেন রাফসানুল ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) আনোয়ারুল আজিম সমর্থিত বিএনপি নেতৃবৃন্দ। তারা মণ্ডপের আয়োজকদের সঙ্গে দেখা করে পূজার সুষ্ঠু ও শান্তিপূর্ণ উদযাপনের জন্য খোঁজখবর নেন এবং স্থানীয় নেতাকর্মীদের সচেতন থাকার নির্দেশ দেন।
লাকসাম শ্রী শ্রী জগন্নাথ বাড়ি দুর্গামন্দির পরিদর্শনের সময় রাফসানুল ইসলাম সাংবাদিকদের জানান, তিনি কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ার আজিমের নির্দেশে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পূজামণ্ডপ পরিদর্শন করছেন। তিনি স্থানীয় নেতাকর্মীদের পূজামণ্ডপের নিরাপত্তা এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য নির্দেশ দিয়েছেন।
রাফসানুল ইসলাম আরও বলেন, “বাংলাদেশে এখন মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে। এখানে কোনো সংখ্যালঘু নেই, সবাই বাংলাদেশি। ধর্ম যার যার, উৎসব সবার। আমরা তারেক রহমানের নির্দেশে সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছি।”
এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম হিরুর ভাতিজা তম্ময় ইসলাম, নিখোঁজ বিএনপি নেতা হুমায়ুন করবির পারভেজের ছোট ভাই গোলাম ফারুক ও ছেলে শাহরিয়ার কবির রাতুল, লাকসামের নবাব ফয়জুন্নেসা জমিদারের বংশধর ফজলে রহমান আয়াজ চৌধুরী এবং অন্যান্য বিএনপি নেতৃবৃন্দ।