ঢাকা, বৃহস্পতিবার, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, সকাল ১১:৩৫
বাংলা বাংলা English English

বৃহস্পতিবার, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ব্যর্থ সফর শেষে দেশে ফিরেছে শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল


পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার বড় আশা নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছিল বাংলাদেশ দল। তবে টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচেই পরাজিত হয়ে শেষ পর্যন্ত ব্যর্থতার মুখে দেশে ফিরেছে তারা। কোনো ম্যাচেই উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি টাইগাররা।

রোববার (১৩ অক্টোবর) রাতে হায়দরাবাদ থেকে বাংলাদেশ দল ঢাকায় ফিরে এসেছে। দলের সাথে ছিলেন সকল ক্রিকেটার এবং কোচিং স্টাফ। হায়দরাবাদ থেকে চাটার্ড ফ্লাইটে দলের সঙ্গে ফিরেছেন তামিম ইকবালও। বিমানবন্দরে দলকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম।

ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়েছিল। টি-টোয়েন্টি সিরিজে ভালো পারফরম্যান্সের আশায় ভারতের বিমানে উঠেছিল মাহমুদউল্লাহ-রিশাদরা। কিন্তু পুরো সিরিজ জুড়ে ভারতীয় তরুণ ক্রিকেটারদের সামনে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি টাইগাররা।

ভারতীয় দল তিনটি টি-টোয়েন্টি ম্যাচেই বড় ব্যবধানে জয়লাভ করে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে। তৃতীয় ম্যাচে স্বাগতিক দল বাংলাদেশকে ১৩৩ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে।

শনিবারের ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত ২৯৮ রানের বিশাল লক্ষ্য দাঁড় করায়। জবাবে, নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করতে পারে মাত্র ১৬৪ রান। এর ফলে ১৩৩ রানের বড় জয় নিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে ভারত।

সব খবর