ডেঙ্গুর প্রকোপ ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। প্রতিদিনই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৬৬০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৪ জনে এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা পৌঁছেছে ৪২ হাজার ৪৭০ জনে।
রোববার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩২৮ জন এবং ঢাকার বাইরে ৩৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ৬৯৭ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
ডেঙ্গুতে মারা যাওয়া চারজনের মধ্যে দুইজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৩২ জন, চট্টগ্রাম বিভাগে ৫৭ জন, ঢাকার বাইরে ১১১ জন, ঢাকা উত্তর সিটিতে ২০৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১২১ জন এবং খুলনা বিভাগে ৭১ জন রয়েছেন।
প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিলেও ২০২৩ সালে ডেঙ্গু রোগের ভয়ঙ্কর রূপ দেশজুড়ে আতঙ্ক সৃষ্টি করে। গত বছর দেশে তিন লাখেরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, যার মধ্যে মৃত্যু হয়েছিল ১,৭০৫ জনের—যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ।