বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর মাঠে গড়াবে আগামী ২৭ ডিসেম্বর। তবে তার আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর দল গঠনের প্রক্রিয়া শুরু হচ্ছে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে। আগামীকাল সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই ড্রাফট অনুষ্ঠিত হবে, যেখানে দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ৬০০ ক্রিকেটারের মধ্য থেকে নিজেদের দল নির্বাচন করবে ফ্র্যাঞ্চাইজিগুলো।
প্রতিটি পুরাতন ফ্র্যাঞ্চাইজি ড্রাফটের আগে একজন ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে এবং দুজনকে রিটেইন করার সুযোগ পেয়েছে, অন্যদিকে নতুন তিনটি ফ্র্যাঞ্চাইজি তিনজন ক্রিকেটারকে সরাসরি দলে নেওয়ার সুযোগ পেয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে বেশিরভাগ দল তাদের পছন্দের ক্রিকেটারদের ইতোমধ্যেই চুক্তিবদ্ধ করেছে, আর বাকি ক্রিকেটারদের ড্রাফটের মাধ্যমে দলবদল করতে হবে।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে প্রাথমিকভাবে নিবন্ধিত ১৯৮ জনের তালিকা থেকে ১৮ জন ইতোমধ্যে দল পেয়ে গেছেন, আর বাকি ১৮০ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারিত হবে ড্রাফটের মাধ্যমে। বিদেশি ক্রিকেটারদের মধ্যে ৪৪০ জন নিবন্ধন করেছেন, যাদের মধ্যে অনেকে সরাসরি চুক্তিতে দল পেয়েছেন। বিসিবি এই বিদেশি ক্রিকেটারদের ৫টি ক্যাটাগরিতে বিভক্ত করেছে: ‘এ’ ক্যাটাগরিতে ২০ জন, ‘বি’ ক্যাটাগরিতে ৩৮ জন, ‘সি’ ক্যাটাগরিতে ৬৬ জন, ‘ডি’ ক্যাটাগরিতে ১৩৫ জন এবং ‘ই’ ক্যাটাগরিতে ১৮১ জন।
বিদেশি ক্রিকেটারদের সর্বোচ্চ ভিত্তিমূল্য ৭০ হাজার ডলার (প্রায় ৮৩.৫ লাখ টাকা) এবং সর্বনিম্ন ১৫ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, দেশি ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক ৬০ লাখ টাকা এবং সর্বনিম্ন ১০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।