ঢাকা, শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৬ হিজরি, বিকাল ৫:৫৫
বাংলা বাংলা English English

শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

শেখ হাসিনাসহ ৫৩২ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনে মামলা


বগুড়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় ১৩২ জনের নাম উল্লেখসহ ৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলাটি দায়ের করেন আকাশতারা উত্তরপাড়া গ্রামের আবদুল মজিদ।

শনিবার (১২ অক্টোবর) বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দীন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলাটি দণ্ডবিধির ১৪৩, ৩২৬, ৩০৭ ও ১০৯ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনে রেকর্ড করা হয়েছে।

মামলার অন্যান্য উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা জাপা সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ, এবং আরও অনেক স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতা।

বাদী আবদুল মজিদের অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের নির্দেশে গত ১৭ জুলাই বগুড়ার কাঁঠালতলা এলাকায় আসামিরা অস্ত্র ও পেট্রোল বোমা নিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন ও তার চোখে জখম হয়। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার কারণে মামলা করতে দেরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এ ঘটনায় মামলাটি তদন্তাধীন রয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান আছে।

সব খবর