ঢাকা, শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, সন্ধ্যা ৭:৩৪
বাংলা বাংলা English English

শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শেরে-ই-বাংলা মেডিকেলে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট


বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন ভবনে রোববার (১৩ অক্টোবর) সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে জানা গেছে, মেডিসিন ভবনের একটি কক্ষে রাখা তুলায় আগুন লাগায় প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়ায় রোগীদের দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ চলছে। ফায়ার সার্ভিস, আনসার সদস্য এবং হাসপাতালের সংশ্লিষ্টরা এই উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করছেন।

বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হেলাল উদ্দিন জানিয়েছেন, তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক চেষ্টা করছেন এবং রোগীদের সুরক্ষার জন্য দ্রুত পদক্ষেপ নিচ্ছেন।

সব খবর