ঢাকা, মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি, সন্ধ্যা ৭:২৭
বাংলা বাংলা English English

মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড, জীবিত উদ্ধার ৩১


কুতুবদিয়া পয়েন্টে গভীর রাতে একটি এলপিজি বহনকারী লাইটারেজ জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কোস্টগার্ড ও নৌবাহিনীর তৎপরতায় রোববার (১৩ অক্টোবর) ভোর পর্যন্ত জাহাজে থাকা ৩১ জন নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ড পূর্ব জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব এই অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

অগ্নিকাণ্ডের সূত্রপাত শনিবার (১২ অক্টোবর) রাত ১টার দিকে কুতুবদিয়ার কৈয়ারবিল পয়েন্টের পশ্চিমে নোঙর করা ‘সুফিয়া’ নামের এলপিজি লাইটারেজ জাহাজে। আগুন লাগার পর জাহাজের নাবিকরা সাগরে লাফ দেয়, পরে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ উদ্ধারকারী দল তাদের উদ্ধার করে।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু হয়। কোস্টগার্ডের জাহাজ, টাগবোট ও স্পিডবোট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। নৌবাহিনী ও পোর্টের অগ্নিনির্বাপক দলও তাদের সহায়তা করে।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। উল্লেখ্য, এর আগে ৩০ সেপ্টেম্বর চট্টগ্রামের পতেঙ্গায় ‘বাংলার জ্যোতি’ নামক একটি তেলবাহী জাহাজে আগুন লাগার ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছিল।

সব খবর