আজ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মণ্ডপে মণ্ডপে বিষাদের সুর আর ঘরে ঘরে বিদায়ের মন খারাপ। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দেবী দুর্গা প্রতি শরতে কৈলাস থেকে মর্ত্যে কন্যারূপে আসেন এবং তার এই আগমন ও প্রস্থানের সময়কাল ধরে চলে পাঁচ দিনের দুর্গোৎসব, যা ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত পালিত হয়।
ভক্তরা জানান, আজকের ঢাক-ঢোল, কাঁসরের শব্দ এবং আরতির ধ্বনি দেবী দুর্গার বিদায়েরই ইঙ্গিত বহন করছে। অশ্রুসিক্ত নয়নে ভক্তরা দেবীকে বিদায় জানিয়ে আবারও তার আগমনের অপেক্ষায় থাকতে হবে এক বছর।
শাস্ত্রমতে, শনিবারই দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শেষ হলেও, প্রতিমা বিসর্জন, সিঁদুর খেলা এবং অন্যান্য আনুষ্ঠানিকতা আজ সম্পন্ন হবে। বিজয়া দশমী উপলক্ষে সারাদেশে প্রতিমা বিসর্জনের আয়োজন করা হয়েছে। বিসর্জনের পর ভক্তরা শান্তিজল গ্রহণ করবেন।
ঢাকায় বিজয়া শোভাযাত্রা নির্বিঘ্ন ও উৎসবমুখর করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং সোয়াত টিম প্রস্তুত রয়েছে যাতে কোনো ধরনের নিরাপত্তা বিঘ্ন না ঘটে।
রাজধানীতে প্রতিমা বিসর্জনের শোভাযাত্রার সম্ভাব্য রুট নির্ধারণ করা হয়েছে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে পলাশী মোড়, জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট বটতলা, পুলিশ হেডকোয়ার্টার্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে ওয়াইজঘাটে গিয়ে শেষ হবে।
বিজয়া দশমী উপলক্ষে আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন ও বেতারসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হচ্ছে। জাতীয় দৈনিকগুলোও এ উপলক্ষে প্রকাশ করেছে বিশেষ নিবন্ধ ও সংখ্যা। এছাড়াও, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বিজয়া দশমী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করবেন।
(সূত্র: বাসস)