১১ অক্টোবর ২০২৪: চট্টগ্রামের জেএম সেন হলের পূজামণ্ডপে ইসলামিক গান পরিবেশন করার ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছে চট্টগ্রাম কালচারাল একাডেমি। শুক্রবার রাতে এক বিবৃতিতে একাডেমির প্রচার সম্পাদক মুহাম্মদ রহমত উল্লাহ এ দুঃখ প্রকাশ করেন।
বিবৃতিতে বলা হয়, “বৃহস্পতিবার জেএম সেন হলের পূজামণ্ডপে চট্টগ্রাম কালচারাল একাডেমির শিল্পীদের পরিবেশনা নিয়ে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে, যা সামাজিক মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। চট্টগ্রাম কালচারাল একাডেমি একটি সম্পূর্ণ অরাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও বিনোদনমূলক সংগঠন। সেই ধারাবাহিকতায় পূজা কমিটির (বহিষ্কৃত) নেতা সজল দত্ত বাবুর আমন্ত্রণে দুইটি গান পরিবেশন করা হয়, যার উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করা।”
প্রথম গানটি ছিল ‘শুধু মুসলমানের লাগি আসেনি কো ইসলাম/ হিন্দু বলো বৌদ্ধ বলো কিংবা খ্রিস্টান সবাই হেথা শান্তি পাবে পাবে রে সম্মান’ এবং দ্বিতীয়টি ছিল ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান’। গান পরিবেশনার সময় উপস্থিত দর্শকদের করতালিতে মণ্ডপে উচ্ছ্বাস সৃষ্টি হয়।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিত হয়ে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন জায়গায় অপপ্রচার চালিয়ে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে, যা অত্যন্ত দুঃখজনক। আমরা তাদের এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং সনাতন ধর্মাবলম্বীসহ যাদের মনে আঘাত লেগেছে, তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।”
এদিকে, ইসলামিক গান পরিবেশনার ঘটনায় পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্তকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে এবং চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন কমিটির অর্থ সম্পাদক সুকান্ত মহাজন কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় সজল দত্তসহ মঞ্চে গান পরিবেশনকারী ছয় শিল্পীকে আসামি করা হয়েছে।