ঢাকা, শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৬ হিজরি, বিকাল ৪:০৬
বাংলা বাংলা English English

শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচনের মাধ্যমে দায়িত্ব ছাড়াই সবচেয়ে বড় অর্জন: ধর্ম উপদেষ্টা


ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “নির্বাচনের মাধ্যমে দায়িত্ব থেকে সরে যাওয়া আমাদের সবচেয়ে বড় অর্জন।” শুক্রবার (১১ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জের দেওভোগ মাদরাসায় আয়োজিত আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

ধর্ম উপদেষ্টা বলেন, “আমরা দেশ শাসন করতে আসিনি, যারা শাসন করবে তাদের পথ তৈরি করে দিতে এসেছি। আমরা পদ ধরে রাখতে চাই না।”

তিনি আরও বলেন, “সরকারের উপদেষ্টাদের ভুলত্রুটি থাকতে পারে, কিন্তু ফেসবুকে ট্রল করা শয়তানি। আমরা রাষ্ট্র পরিচালনায় ফেসবুকের ওপর নির্ভরশীল নই, আমরা মাঠের মানুষ। দায়িত্ব শেষ হলে আমরা আবারও মাঠে ফিরে যাব।”

খালিদ হোসেন বলেন, “আমি শুধু মুসলমানদের উপদেষ্টা নই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নৃগোষ্ঠীসহ সকল মানুষের উপদেষ্টা। আমাদের ভুলত্রুটি হলে সেগুলো ধরিয়ে দিতে পারেন, কিন্তু ফেসবুকে সমালোচনা করা সমাধান নয়।”

তিনি আরও বলেন, “আমি যে ধর্ম উপদেষ্টা, এটা আল্লাহর দান। আমি তদবির করিনি, একদিন সকালে ঘুম থেকে উঠে শুনলাম আমি উপদেষ্টা হয়েছি। এ দায়িত্ব পালন করতে আমি সর্বোচ্চ চেষ্টা করছি।”

হজযাত্রীদের জন্য খরচ কমানোর পরিকল্পনা নিয়ে তিনি বলেন, “সমুদ্রপথে জাহাজে হজযাত্রীদের পাঠালে বিমানের ভাড়ার তুলনায় ৪০ শতাংশ খরচ কম পড়বে। এজন্য চার্টার শিপ ভাড়া করতে প্রায় দুই হাজার কোটি টাকা প্রয়োজন, যা বাংলাদেশ ব্যাংক থেকে কর্জ পাওয়া গেলে করা সম্ভব।”

ধর্ম উপদেষ্টা আরও বলেন, “আমাদের সংবিধানে সব ধর্ম ও মতের মানুষের সমান অধিকার দেওয়া হয়েছে। দুর্গাপূজায় নাশকতার আশঙ্কা নেই, এবং এখন পর্যন্ত বড় ধরনের কোনো সহিংসতার খবর আমরা পাইনি।”

সব খবর