ঢাকা, শুক্রবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি, সকাল ৭:২১
বাংলা বাংলা English English

শুক্রবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে মহাঅষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠিত


রাজশাহীতে শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীতে প্রতিবারের মতো এবারও কুমারী পূজা উদযাপিত হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) সকালে নগরীর সাগরপাড়া এলাকার ত্রিনয়নী মন্দিরে এই পূজা অনুষ্ঠিত হয়। এ বছরের কুমারী দেবীর আসনে ছিলেন সাহেববাজার এলাকার অমিত জয়সোয়াল ও চৈতী চৌধুরীর চার বছরের কন্যা অভিলাশা জয়সোয়াল।

পূজা শুরুর আগে অভিলাশাকে স্নান করিয়ে নতুন পোশাক পরানো হয় এবং ফুলের মালা ও অলঙ্কার দিয়ে সজ্জিত করে দেবীর আসনে বসানো হয়। মন্ত্রোচ্চারণ ও পূজার্চনার মাধ্যমে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। ভক্তদের উলুধ্বনি ও বিনম্র শ্রদ্ধার সঙ্গে নারীত্বের বন্দনা হিসেবে কুমারী পূজা সম্পন্ন হয়। পূজা শেষে ভক্তরা সবার মঙ্গল কামনা করে দেবীর পায়ে ফুল ও বেলপাতা নিবেদন করেন।

হিন্দু ধর্মমতে, কুমারী পূজার মাধ্যমে দেবী দুর্গা মাতৃরূপে ভক্তদের মধ্যে আর্বিভূত হন। তিনি যেমন দুষ্টের দমন করেন, তেমনি মাতৃরূপে ভক্তদের রক্ষা করেন। এই বিশ্বাসকে ধারণ করেই সাত থেকে নয় বছরের কুমারীকে দেবীরূপে কল্পনা করে পূজা করা হয়।

পূজা শেষে বিভিন্ন মন্দিরে অঞ্জলী দেওয়া হয় এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। আয়োজকরা জানান, কুমারী পূজার মাধ্যমে নারীত্বের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করা হয়।

সব খবর