ঢাকা, শুক্রবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি, সকাল ৭:৫২
বাংলা বাংলা English English

শুক্রবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সবার আগে সেমিফাইনালে অস্ট্রেলিয়া


নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সবার আগে সেমিফাইনালে অস্ট্রেলিয়া, পাকিস্তানের কঠিন পথ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমে বড় ব্যবধানে হেরে সেমিফাইনালে যাওয়ার পথ কঠিন করেছে পাকিস্তান। অন্যদিকে, টানা তিন জয়ে অস্ট্রেলিয়া সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে।

শনিবার (১১ অক্টোবর) পাকিস্তান আগে ব্যাট করে মাত্র ৮৩ রানের লক্ষ্য দেয়। অস্ট্রেলিয়া এই সহজ লক্ষ্য তাড়া করে মাত্র ৫৪ বল ও ৯ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয়।

অস্ট্রেলিয়ার দুই ওপেনার বেথ মুনি ও অ্যালিশা হেলি দারুণ শুরু করেন। তবে ১৫ রান করে মুনি আউট হন এবং হেলি ২৩ বলে ৩৭ রান করে আহত হয়ে মাঠ ছাড়েন। পরে এলিশা পেরি ও অ্যাশলেঘ গার্ডনার মিলে বাকি রান সহজেই তুলে নেন। গার্ডনার ৭ রানে অপরাজিত থাকেন, আর পেরি অপরাজিত ২২ রান করেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটা ছিল দুর্বল। ওপেনার মুনিবা আলী ৭ রান করে আউট হন, এরপর সাদাফ সামাস ৩ রান করে ফিরে যান। পাক দলের ব্যাটাররা কেউই বড় ইনিংস খেলতে পারেননি। শেষ পর্যন্ত আলিয়া রিয়াজের ২৬ রান ও ইরাম জাভেদের ১২ রানে ভর করে পাকিস্তান ৮২ রানে অলআউট হয়।

অস্ট্রেলিয়ার অ্যাশলেঘ গার্ডনার সর্বোচ্চ ৪ উইকেট নেন। আনাবেল সাদারল্যান্ড ও জর্জিয়া ওয়েরহ্যাম দুটি করে উইকেট শিকার করেন, এবং সোফি মোলিনেক্স নেন এক উইকেট।

অস্ট্রেলিয়ার জয় তাদের সেমিফাইনাল নিশ্চিত করলেও পাকিস্তানের জন্য সেমিফাইনালে পৌঁছানো আরও কঠিন হয়ে পড়ল।

সব খবর