পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় আটঘরিয়া উপজেলা পরিষদ স্টেডিয়ামে বরুলিয়া সবুজ সংঘ বনাম বিডি ঈশ্বরদী ফুটবল একাদশের মধ্যে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ড্র থাকায়, ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে বরুলিয়া সবুজ সংঘ ৪-২ গোলের ব্যবধানে বিডি ঈশ্বরদী ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম। টুর্নামেন্টের সভাপতিত্ব করেন দেবোত্তর ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবের সভাপতি ও ওয়ালটন শোরুমের পরিচালক শফিউল্লাহ শফি।
প্রধান রেফারির দায়িত্ব পালন করেন খোকন বিশ্বাস, তার সহযোগী ছিলেন মাসুম ও ইবনে ফারহান রঙ্গন। এবি ব্যাংক, আটঘরিয়া উপশাখার সৌজন্যে আয়োজিত এই খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন বরুলিয়া সবুজ সংঘের গোলকিপার সজল আহমেদ সিয়াম। ম্যান অফ দ্য ম্যাচ হন বিডি ঈশ্বরদী ফুটবল একাদশের অমিত।
খেলার ধারা বর্ণনায় ছিলেন আশরাফুল ও আশিকুর রহমান রনি। উক্ত খেলায় বিপুলসংখ্যক দর্শক উপস্থিত হন, যা টুর্নামেন্টটিকে আরও উৎসবমুখর করে তোলে।