ঢাকা, বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি, দুপুর ১২:০৭
বাংলা বাংলা English English

বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

পাদ্রীশিবপুরে ক্রেডিট ইউনিয়ন থেকে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ইউপি সদস্যের স্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা


বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১৩ নং পাদ্রীশিবপুর ক্রেডিট ইউনিয়নের তহবিল থেকে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ইউপি সদস্য মিঠু ডি. কস্তার স্ত্রী রুবী মধুর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। একাধিক সূত্র জানিয়েছে, তিনি তার স্বামীর প্রভাব খাটিয়ে এই অর্থ আত্মসাত করেছেন।

ক্রেডিট ইউনিয়ন কর্তৃপক্ষের দাবি, রুবী মধু তার ব্যবস্থাপক পদে থেকে প্রতারণার মাধ্যমে ৯ লাখ ৬ হাজার ২৬২ টাকা আত্মসাত করেছেন। ইউনিয়নের সভাপতি মো. জামাল উদ্দিনের স্বাক্ষরিত এক নোটিশে তাকে ওই অর্থ পরিশোধের জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। নোটিশে উল্লেখ করা হয়, ২০২৩ সালের ৫ নভেম্বর তারিখে তাকে সর্বশেষ সুযোগ দেওয়া হয়, তবে তিনি এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি।

ক্রেডিট ইউনিয়নের পরিচালক বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৩ সালের আগস্টে রুবী মধুকে সাময়িক বরখাস্ত করা হয়, এবং পরবর্তী সময়ে অক্টোবর মাসে তাকে স্থায়ীভাবে পদ থেকে অপসারণ করা হয়। ক্রেডিট ইউনিয়ন জানায়, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

অনুসন্ধানে জানা গেছে, রুবী মধু ব্যবস্থাপক হিসেবে তার পদে থেকে নিয়মবহির্ভূতভাবে সদস্য নন এমন ব্যক্তিদের কাছ থেকে উৎকোচ গ্রহণ করে ঋণ বিতরণ করতেন। ইউনিয়নের একাধিক সদস্য এই অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।

রুবী মধুর এক ঘনিষ্ঠ আত্মীয় জানান, তার উচ্চপর্যায়ের রাজনৈতিক নেতা ও প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক থাকায় তিনি আইনের আওতায় আসবেন না বলে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। তবে ক্রেডিট ইউনিয়ন কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

সব খবর