ঢাকা, শুক্রবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি, সকাল ৭:৩২
বাংলা বাংলা English English

শুক্রবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা মহানগরীর তিনটি কলেজের পরিচালনা পর্ষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত


খুলনার মুহসিন মহিলা কলেজের নবগঠিত পরিচালনা কমিটির সঙ্গে নগরীর আরও দুইটি কলেজের পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট কলেজ দুটি হলো দৌলতপুর দিবা-নৈশ কলেজ ও মহেশ্বর পাশা শহীদ জিয়া কলেজ।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মুহসিন মহিলা কলেজ পরিচালনা পরিষদের সভাপতি শেখ কামরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন শহীদ জিয়া কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ড. শেখ শরিফুল আলম, বিদ্যোৎসাহী সদস্য অধ্যাপক শফিকুল আলম, অধ্যাপক রাশীদা আক্তার, অধ্যাপক মাহফুজার রহমান, অধ্যাপক মোস্তফা মনোয়ার, খয়বার হোসেন এবং অধ্যাপক রফিকুল ইসলামসহ অন্যান্য শিক্ষাবিদরা।

এই সভায় তিনটি কলেজের পরিচালনা পর্ষদের সদস্যরা কলেজগুলোর কার্যক্রম, শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

সব খবর