ঢাকা, শনিবার, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি, সকাল ৮:৫৫
বাংলা বাংলা English English

শনিবার, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ভৈরবে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা ও মশা নিধন কর্মসূচি শুরু


কিশোরগঞ্জের ভৈরবে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান (অক্টোবর ২০২৪) শুরু হয়েছে। ৮ অক্টোবর, মঙ্গলবার দুপুরে ভৈরব পৌরসভার উদ্যোগে এই অভিযান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. রিদওয়ান আহমেদ রাফি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুক, সহকারী প্রকৌশলী (সিভিল) মো. শাহজাহান মিয়া, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. নিজাম উদ্দিন এবং পৌরসভার বিভিন্ন শাখার কর্মচারীবৃন্দ।

ডা. বুলবুল আহম্মদ জানান, ডেঙ্গু প্রতিরোধে সেপ্টেম্বর থেকেই মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে, যা অক্টোবর মাসেও বিশেষভাবে পরিচালিত হচ্ছে। প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত ৬টি ফগার মেশিন দিয়ে মশক নিধন কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত দুটি পাওয়ার স্প্রে মেশিন ব্যবহার করে লার্ভা ধ্বংস করা হচ্ছে। ডেঙ্গু মশার বিস্তারের জন্য চিহ্নিত এলাকাগুলোতে বিশেষ অভিযানও পরিচালিত হচ্ছে।

পৌর প্রশাসক মো. রিদওয়ান আহমেদ রাফি বলেন, “ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বন করা জরুরি। পৌরসভা মশক নিধনে একটি কার্যকর পরিকল্পনা হাতে নিয়েছে। ডেঙ্গু মশা সাধারণত স্বচ্ছ পানিতে জন্মায়, তাই ফুলের টব, পরিত্যক্ত পাত্র, বোতল ও প্লাস্টিকের দ্রব্যগুলো পরিষ্কার রাখা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “যদি সবাই নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করে, তাহলে ভৈরবকে ডেঙ্গুমুক্ত করা সম্ভব হবে ইনশাআল্লাহ।”

অভিযানের অংশ হিসেবে পৌরসভার পক্ষ থেকে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।

সব খবর