ঢাকা, সোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, রাত ৮:০৪
বাংলা বাংলা English English

সোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

মহম্মদপুরে বিশ্ব ডিম দিবস ২০২৪ উদযাপিত


সারা বিশ্বে ডিমের পুষ্টিগুণ ও গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহম্মদপুরে পালিত হলো বিশ্ব ডিম দিবস ২০২৪। এবারের প্রতিপাদ্য ছিল **’ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি’**।

শুক্রবার সকাল ১০টায় হসপিটাল রোড থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়, যা উপজেলা পরিষদের সামনে দিয়ে পুনরায় হসপিটাল রোডে এসে শেষ হয়। র‌্যালি শেষে সাধারণ মানুষের মধ্যে সিদ্ধ ডিম বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার খামারিরা, ভেটেরিনারি ডাক্তার এবং বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধি।

অনুষ্ঠানটি আয়োজন করে **রংধনু ভেট অ্যান্ড এগ্রো কেয়ার** এবং **ডিম ঘর**।

প্রতি বছর অক্টোবরের দ্বিতীয় শুক্রবার বিশ্বব্যাপী **বিশ্ব ডিম দিবস** পালিত হয়। ১৯৯৬ সালে **আন্তর্জাতিক ডিম কমিশন** প্রথমবারের মতো দিনটি পালনের উদ্যোগ নেয়। এর মূল উদ্দেশ্য হলো ডিমের পুষ্টিগুণ ও খাদ্যাভ্যাসে এর ইতিবাচক প্রভাব সম্পর্কে বিশ্বজুড়ে সচেতনতা সৃষ্টি করা। ডিম সহজলভ্য ও পুষ্টিকর খাবার হিসেবে পরিচিত, যা মানবদেহের প্রয়োজনীয় প্রোটিনসহ বিভিন্ন পুষ্টি উপাদান সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সব খবর