১১ অক্টোবর ২০২৪: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণমানুষের কল্যাণই জামায়াতের রাজনীতির মূল আদর্শ। তিনি উল্লেখ করেন, জামায়াতের নেতাকর্মীরা সবসময় মানুষের সেবা ও কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
শুক্রবার সিলেটের কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে দলের জেলা শাখার রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, “আমরা আমাদের নিজস্ব স্বকীয়তা বজায় রেখে মানুষের মাঝে কুরআন ও হাদিসের দাওয়াত পৌঁছে দিচ্ছি। আমাদের লক্ষ্য হলো মানুষের প্রকৃত ঠিকানা খুঁজে পেতে সহায়তা করা।”
তিনি আরও বলেন, “প্রত্যেককে দেশের উন্নয়নের জন্য একটি মূল্যবান সম্পদ হিসেবে গড়ে ওঠার শপথ নিতে হবে। জাতি ও দেশের কল্যাণে সমাজের সকল শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”
জামায়াত আমির আরো বলেন, “আমরা মানুষকে তাদের মর্যাদা দিতে চাই, দল ও ধর্মের ভেদাভেদ ছাড়াই জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। জাতির উন্নতি ও অগ্রগতির জন্য বৃহত্তর জাতীয় ঐক্য প্রয়োজন। বিভক্ত জাতি কখনও উন্নতির পথে এগিয়ে যেতে পারে না।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক ফজলুর রহমান, এবং সিলেট মহানগরের আমির ফখরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা দক্ষিণের আমির অধ্যাপক আব্দুল হান্নান, নায়েবে আমির মাওলানা লোকমান আহমদ, উত্তর জেলা আমির হাফিজ মাওলানা আনোয়ার হোসাইন খান, মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান এবং বিশিষ্ট ইসলামী স্কলার শায়খ আজাদ সোবহান।